পটিয়া জঙ্গলখাইনে ৭শ’ অসহায় সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ওষুধ ও ব্লাড গ্রুপিং সুবিধা দিল পটিয়া কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. এমদাদুল হাসান। এ ক্যাম্পে ৫ শত জনকে অসহায় ও দরিদ্রকে বিনামূল্যে চিকিৎসা, ২শত জনকে ব্লাড গ্রুপিং নির্ণয় ও ২শত জনকে ফ্রি ওষুধ প্রদান করা হয়। গত শনিবার উপজেলার জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদ মাঠে এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ। এসময় উপস্থিত ছিলেন পটিয়া গাউসিয়া হক কমিটির নেতা মোহাম্মদ নাছির উদ্দিন, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বেলাল উদ্দিন। চিকিৎসা সহায়তা কার্যক্রমে মেডিসিন, শিশু, প্রসূতি ও গাইনীসহ বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ চিকিৎসাসেবা প্রদান করেন। এ ক্যাম্পে সহায়তা দিয়েছেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা।
উদ্বোধনী অনুষ্ঠানে জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ বলেন, চিকিৎসাসেবা একটি মহৎ সেবা। এ সেবার মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের দোয়া পাওয়া যায়। তিনি অসহায় মানুষের পাশে বিভিন্ন সেবা নিয়ে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান।