জং ধরা ভল্ট

আবু তাহের মুহাম্মদ | শুক্রবার , ১৮ মার্চ, ২০২২ at ৮:৫৩ পূর্বাহ্ণ

নিপতিত ভোরালোকে কিঞ্চিত ভেজা বৃষ্টিতে
কঙ্কালের স্তূপের মত
হিজিবিজি থেঁতলানো কিছু ক্ষতি।

দিনের পর দিন চাষহীন অনুর্বর সমস্ত তট।

ফণীমনসার কাটা দেহখান পুড়িয়ে পুড়িয়ে
আবলুস অহংকারে লাশ পোড়ানোর গন্ধ
জোড়া কেদারা আলাদা দূরগামি
লম্ফঝম্প ক্ষৌরকম্মো
দাঁত খিঁচানো অপেক্ষারা দুপুরের ফ্লাইটে।

খোয়াবের নওয়াব পতনে
তামাম ধ্যানমগ্ন গেরুয়া মাহাথের
জগতের সমস্ত প্রাণী সুখহীন,
না-সুখী এক ছিলিম টানের ফিনিক
ভল্ট ভেঙে বেরিয়ে পড়ে অচেনা রুহু
জং ধরা ভল্টের চাবির গোছা কার হাতে প্রভু ?

পূর্ববর্তী নিবন্ধইউক্রেনে সামরিক অভিযান বন্ধের নির্দেশ আইসিজের
পরবর্তী নিবন্ধশেষ বিকেলের কথাগুলো