জঁ -লুক গোদার রেট্রোসপেকটিভ

ফিল্ম ইনস্টিটিউট ও আলিয়ঁস ফ্রঁসেজ

| মঙ্গলবার , ৩০ মে, ২০২৩ at ৬:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউট ও আলিয়ঁস ফ্রঁসেজ, চট্টগ্রামের যৌথ আয়োজনে দুদিন ব্যাপী জঁ লুক গোদার রেট্রোসপেকটিভ গত ২৭ মে শেষ হয়েছে। গত ২৬ মে আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে এই রেট্রোসপেকটিভের উদ্বোধন হয়। বিশ্ব বরেণ্য ফরাসি সুইস চলচ্চিত্রকার জঁলুক গোদারের স্মরণে এই চলচ্চিত্র অধিবেশেেনর আয়োজন করা হয়। বিকেলে গোদারকে নিয়ে আলোচনা করেন কথাসাহিত্যিক ও অনুবাদক আলম খোরশেদ। এছাড়া প্রতিটি ছবির প্রদর্শনীর শুরুতে ছবিটি নিয়ে বক্তব্য রাখেন কথাসাহিত্যিক ও চলচ্চিত্র সমালোচক সৈকত দে। অধিবেশনে ২৬ মে ব্রেথলেস ও পিয়েরে লো ফু এবং ২৭ মে প্রদর্শিত হয় আলফাভিল ও লা শিনোয়াজ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফ্রোবেল প্লে স্কুলের প্রি-স্কুল গ্রেজুয়েশান সেরামনি
পরবর্তী নিবন্ধসিআইপি অহিদ সিরাজের সাথে সাতকানিয়া সমিতির সাক্ষাৎ