একসময় গ্রীষ্মের তাপপ্রবাহ সিলেট অঞ্চলে যেত না, পশ্চিমাঞ্চলেই শৈত্যপ্রবাহের দাপট থাকত বেশি। কিন্তু আবহাওয়ার মতিগতি বদলেছে। এখন সিলেট অঞ্চলও প্রতিবছর তাপদাহে নাকাল হয়; শীতের হাওয়ায় বেশি কাঁপে দেশের উত্তরাঞ্চল। বৈশ্বিক উষ্ণতা যত বাড়ছে তত বদলে যাচ্ছে পৃথিবীর চেনা জলবায়ু। প্রকৃতিক দুর্যোগ আসছে আরও ঘন ঘন, আরও বেশি ধ্বংসের শক্তি নিয়ে। খবর বিডিনিউজের।
বাংলাদেশের জলবায়ু কতটা কীভাবে বদলেছে তা নিয়ে বড় পরিসরে গবেষণা সেভাবে নেই। তবে আবহাওয়া অধিদপ্তরের রেকর্ড বলছে, গত ছয় দশকে বাংলাদেশের গড় তাপমাত্রা ০.৭ ডিগ্রি সেলসিয়াস থেকে প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে। এই ধারা চলতে থাকলে আগামী তিন দশকে তাপমাত্রা বৃদ্ধির এই পরিমাণ ১.৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে আবহাওয়াবিদদের ধারণা।