ছোট সাজ্জাদ ও তার স্ত্রীকে আরো দুই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৫ ডিসেম্বর, ২০২৫ at ৬:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের আলোচিত সস্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে হত্যাসহ আরো দুই মামলায় গ্রেপ্তার দেখানোর (শোন এরেস্ট) আবেদন করা হয়েছে। গতকাল চান্দগাঁও থানা পুলিশ আবেদন দুটি করেন। চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী দৈনিক আজাদীকে বলেন, আবেদন দুটি বর্তমানে জিআরও শাখায় রয়েছে। শুনানি কখন অনুষ্ঠিত হবে তা এখনো নির্ধারিত হয়নি।

তিনি বলেন, নগরীর বহদ্দারহাটে জুলাই আন্দোলনের সময় খুন হয় শহীদ ফজলে রাব্বি। অন্যদিকে নগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহর বাড়ির সামনে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এ দুটি ঘটনায় দায়ের হওয়া দুটি মামলায় সন্ত্রাসী সাজ্জাদ ও তার স্ত্রীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আদালতসূত্র জানায়, গত মাসে সাজ্জাদ ও তার স্ত্রীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে রাজশাহী ও ফেনী কারাগারে স্থানান্তর করা হয়। সাজ্জাদ ১০টি হত্যাসহ মোট ১৯টি মামলার আসামি। তার স্ত্রীর বিরুদ্ধেও হত্যাসহ আটটি মামলা রয়েছে। গত ১৫ মার্চ ঢাকার একটি শপিং মল থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ। এর কিছুদিন পর তার স্ত্রী শারমিন আক্তার তামান্তাকে নগরীর বহদ্দারহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধযমুনা অয়েল কোম্পানির সিবিএ নেতা ইয়াকুব গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধজাপানের টয়োটা মোটরের সাথে প্রগতির যাত্রা