ছোট্ট পাখি টুনটুনি আবির মাহবুব (৩২,১০১) | বুধবার , ৩০ মার্চ, ২০২২ at ১:৩৫ অপরাহ্ণ হলুদ সাদা গায়ের জামা ছোট্ট পাখি টুনটুনি, সকাল-দুপুর কদমতলায় মিষ্টি তাহার গান শুনি। খুব যতনে বুনে বাসা গাছের ছোট্ট শাখে, জনম জনম থাকবে সেথায় স্বপ্ন মনে আঁকে। কাজল কালো চোখের পাতা দেখতে দারুণ ঠোঁটখানি, যায় হারিয়ে তার মায়াতে ভরে উঠে মনখানি।