ছোট প্রিয় বোনটি আমার হারিয়ে গেছে জ্বরে,
কেমন করে দুঃখ ভুলি অশু হয়ে ঝরে,
ও ছোট বোন কেমন আছিস শুকতারাটার সাথে?
বোন হয়ে তুই আর একটিবার আয় না সন্ধ্যা রাতে।
তোর জন্য এ মন কাঁদে কোথায় গেলি বোন?
রাগ ভুলে তুই আয় না ওরে আমার কথা শোন।
যেদিন থেকে হারিয়ে গেলি শূন্য ধূ ধূ ঘর
খেলনাপাতি ডাকছে তোকে দেখছি নিরন্তর!
বুকের ভিতর বিধে আছে চোরকাটা এক সুই
তুই ছাড়া বোন দুঃখগুলো বলনা কোথায় থুই?
আজকে আমায় ভাইয়া বলে কেউ ডাকে না আর,
শোকের ছায়ায় অশ্রু ঝরে কেবল বাবা-মার।
ও প্রিয় বোন কোথায়রে তুই শোনরা আমার কথা,
আয় না ওরে শোনাই তোকে রূপকথা চুপকথা।