ছেলে হারানোর ছয় মাস না পেরোতেই খুন বৃদ্ধ পিতা

বাঁশঝাড়ে পড়েছিল গলাকাটা লাশ

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ২৬ জুন, ২০২১ at ৬:৩০ পূর্বাহ্ণ

ছেলেকে হত্যা করে খালে ফেলে দেয়ার ছয় মাস না পেরোতেই দিনমজুর পিতা এজাহার মিয়ার (৬৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে কাঞ্চন নগর নিচিন্তাপুর থেকে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়। এঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিহতের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার সকালে কাঞ্চন নগর দিঘিরপাড়ার মৃত চুন্নু মিয়ার ছোট ছেলে এজাহার মিয়া ঘর থেকে বের হয়ে আর ফেরেননি। স্বজনরা রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শেষে গতকাল বিকেলে চমুরহাট বাজারের উত্তর পার্শ্বে নিচিন্তাপুর নামক জায়গার বাঁশ ঝাঁড়ের নিচে তার লাশ দেখতে পায় স্বজনরা।
উল্লেখ্য, প্রায় ৬ মাস পূর্বে চমুরপাড়ার পূর্ব পার্শ্বে হলদ্যেখোলা ছড়া থেকে এজাহার মিয়ার বড় ছেলে বশির প্রকাশ বাঁশির লাশ উদ্ধার করেছিল পুলিশ। এ হত্যাকাণ্ডের পর পরিবারটি দুর্গম ওই এলাকা ছেড়ে গ্রামের কাছে এসে বসবাস করছিল।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক
পরবর্তী নিবন্ধনাবিকের মৃত্যুর পর হংকংয়ে বাংলাদেশের জাহাজ কোয়ারেন্টিনে