চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকার ট্রাস্ট ব্যাংক কার্যালয় বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকাসহ বহু মামলার পলাতক আসামি তারিকুল ইসলামকে (২১) গ্রেপ্তার করেছে চকরিয়া থানা পুলিশ। দীর্ঘদিন ধরে বিভিন্নস্থানে আত্মগোপনে থাকা তারিকুলকে গতকাল বৃহস্পতিবার ভোররাতে কক্সবাজার শহরের হলিডে মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তারিকুল ইসলাম চকরিয়ার চিরিঙ্গা ইউনিয়নের পূর্ব পালাকাটা গ্রামের মফিজুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, মহাসড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেল ছিনতাই, দস্যুতা, ধর্ষণসহ নানা অপরাধের দায়ে বেশ কয়েকটি মামলা রয়েছে। সে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের অন্যতম হোতাও। এছাড়াও লোহাগাড়া, চকরিয়া, ঈদগাঁও, বান্দরবানের লামা থানার একাধিক মামলার সন্দিগ্ধ আসামি সে।
পুলিশ জানায়, তারিকুলকে বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী দৈনিক আজাদীকে জানান, ছিনতাইকারী তারিকুলকে ধরতে গত ছয়মাস ধরে নানাভাবে চেষ্টা করে আসছিল পুলিশ। কিন্তু সে প্রতিনিয়ত স্থান বদল করে সর্বশেষ কক্সবাজার শহরের হলিডে মোড়ে আত্মগোপনে ছিল। সে ইতোপূর্বে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় ট্রাস্ট ব্যাংক বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন জেল খেটেছিল। এরপর সে চকরিয়া, ঈদগাঁও, লামা, লোহাগাড়া থানা এলাকায়ও ডাকাতি, দস্যুতা, মহাসড়কে ব্যারিকেড দিয়ে মোটর সাইকেল ছিনতাইয়ের ঘটনা সংঘটিত করে আসছিল। অবশেষে তাকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হলে তাকে জেলহাজতে প্রেরণ করেন আদালত।