তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার ও ছিনতাইকৃত একটি সিএনজি গাড়ি উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ। ছিনতাইয়ের কয়েক ঘণ্টার মধ্যে গতকাল গাড়ি উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে আজ সোমবার দুপুরে প্রেস ব্রিফিং করে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি।
জানা গেছে, গত শনিবার দিবাগত রাত ৪টায় এক সিএনজি চালক কোতোয়ালী থানার বংশাল রোডের মুখ থেকে একজন যাত্রী নিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে যাত্রীবেশী ছিনতাইকারীসহ আরো দুই–তিনজন সিএনজি চালককে অতর্কিতে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। পরে সিএনজি টেঙি (চট্টগ্রাম থ–১৩–৪৮৮৮), একটি বাটন মোবাইল ফোন, নগদ ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।