ছিনতাইয়ের কয়েক ঘণ্টার মধ্যে সিএনজি টেক্সি উদ্ধার, গ্রেপ্তার ৩

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৮ আগস্ট, ২০২৫ at ৮:২৫ পূর্বাহ্ণ

তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার ও ছিনতাইকৃত একটি সিএনজি গাড়ি উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ। ছিনতাইয়ের কয়েক ঘণ্টার মধ্যে গতকাল গাড়ি উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে আজ সোমবার দুপুরে প্রেস ব্রিফিং করে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি।

জানা গেছে, গত শনিবার দিবাগত রাত ৪টায় এক সিএনজি চালক কোতোয়ালী থানার বংশাল রোডের মুখ থেকে একজন যাত্রী নিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে যাত্রীবেশী ছিনতাইকারীসহ আরো দুইতিনজন সিএনজি চালককে অতর্কিতে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। পরে সিএনজি টেঙি (চট্টগ্রাম থ১৩৪৮৮৮), একটি বাটন মোবাইল ফোন, নগদ ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে ছিনতাইয়ের ঘটনায় পরিসংখ্যানের গাড়িচালক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধনির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সংলাপ চান জামায়াতের নায়েবে আমির