ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী পণ্যবাহী ট্রাক নিয়মিত ডাকাত এবং ছিনতাইয়ের শিকার হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। ট্রাক, কাভার্ডভ্যানসহ বিভিন্ন ধরনের গাড়ির গতিরোধ করে চালক এবং সহকারীদের কাছ থেকে হাতিয়ে নেয়া হচ্ছে নগদ টাকা ও মোবাইলসহ বিভিন্ন মালামাল। সম্প্রতি ছিনতাইয়ের শিকার হওয়া বিএসআরএম লজিস্টিকের দুইজন ট্রাক চালক সড়ক ডাকাতির ভয়াবহ চিত্র তুলে ধরেছেন। বিএসআরএম লজিস্টিকের ট্রাক চালক জাকির হোসেন লিখিত অভিযোগে জানান, সম্প্রতি ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা সংলগ্ন এলাকায় রাত আড়াইটা নাগাদ তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। দাউদকান্দি ব্রিজ এলাকায় সড়কে যানজট থাকায় গাড়ির গতি খুবই ধীর ছিল। এই সময় ৮–১০ জন লোক হঠাৎ করে ট্রাকের দুই পাশের জানালা দিয়ে উঠে চালক–সহকারীর উপর হামলা চালায় এবং এলোপাতাড়ি কুপিয়ে হাতে ও পায়ে জখম করে। হেল্পার ও তার সাথে থাকা দুইটি মোবাইল এবং আনুমানিক ৬ হাজার টাকা কেড়ে নেয়। পরবর্তীতে অন্য ট্রাকের চালকেরা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়।
একই দিন ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ছিনতাইকারীর কবলে পড়ে বিএসআরএম লজিস্টিকের অপর একটি ট্রাক। সীতাকুণ্ড ফকিরহাট মডেল মসজিদ এলাকায় ৭–৮ জনের একদল ছিনতাইকারী রাস্তায় গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে। গাড়ির গতি কমলে তারা চলন্ত গাড়িতে লাফিয়ে উঠে জানালা দিয়ে চালক ও সহকারীকে এলোপাতাড়ি কোপাতে থাকে। চালক কামাল উদ্দিন বলেন, ছিনতাইকারীদের হামলার মুখে তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি রাস্তার মাঝের আইল্যান্ডে আটকে যায়। এই সময় ছিনতাইকারীরা তার কাছে থাকা ৪ হাজার ৩শ টাকা কেড়ে নেয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে।
শুধু বিএসআরএম লজিস্টিকেরই নয়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গভীর রাতে ছিনতাইকারী ও ডাকাতদের দৌরাত্ম বেড়েছে। পুলিশকে ঘটনাগুলো অবহিত করা হয়েছে বলেও সূত্র জানিয়েছে।











