ছাদে ও বেইজমেন্টে জমে থাকা পানিতে মশার লার্ভা থাকায় নগরের কোতোয়ালী থানার লাভলেইন আবেদীন কলোনির চার ভবন মালিককে ৩৬ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। গতকাল পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ।
সংশ্লিষ্টরা জানান, কলোনির প্রায় ২০ থেকে ২৫টি ভবনে অভিযান চালানো হয়। এর মধ্যে দুটি নির্মাণাধীন ভবনের বেইজমেন্টে জমে থাকা পানিতে পাওয়া যায় মশার লার্ভা। তাই ভবন দুটির মালিকদের একজনকে ২০ হাজার টাকা এবং অপরজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দুটি ভবনের ছাদে জমে থাকা পানিতেও অল্প লার্ভা পাওয়া যায়। ওই ভবন দুটির মালিককে ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।