ছাত্র জনতাকে সাথে নিয়ে দেশ সাজাতে প্রশাসন কাজ করবে : ডিসি

সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ১২ আগস্ট, ২০২৪ at ১১:৫৯ অপরাহ্ণ

ছাত্র জনতাকে সাথে নিয়ে সকল ধংসস্তুপ সরিয়ে দেশ সাজাতে প্রশাসন কাজ করবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোঃ ফখরুজ্জামান।

দূর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে যাওয়া লোহাগাড়া উপজেলা পরিষদ ভবন ও লোহাগাড়া থানা পরিদর্শন শেষে সাংবাদিক ও উপস্থিত জনতার উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

সোমবার ১২ই আগষ্ট বিকেলে পুড়ে যাওয়া এসব ভবন পরিদর্শ করেন তিনি। এছাড়াও থানা ও উপজেলা পরিষদ ভবন সংস্কার কাজে অগ্রগতির বিষয়ে খোঁজ খবর নেন।

এর আগে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত লোহাগাড়ার সন্তান ইশমামুল হকের কবর জিয়ারত করেন। নিহত ইশমামুল হকের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক ভাবে ১লক্ষ টাকা অনুদান প্রদান করার পাশাপাশি, ইশমামের বড় ভাইকে চাকরি দেওয়ার ঘোষণা প্রদান করেন।

এসময় লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাসান, সহকারি কমিশনার (ভূমি) নাজমুন লায়েল, লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম, ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক তালাত মাহমুদ রাফি সহ বি়ভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও লোহাগাড়া উপজেলা ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্হিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে ডাক্তার দেখাতে গিয়ে সড়কে যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধতানভীরের ওপর হামলার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি