জুলাই আন্দোলনের শহীদদের উৎসর্গ করে প্রমিত উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্তি কর্মশালা আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আবৃত্তি সংসদ। ‘বৈষম্যহীন শব্দের নান্দনিক উচ্চারণই আবৃত্তি’ স্লোগানে আয়োজিত হবে তিন মাসব্যাপী কর্মশালাটি। গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান সংগঠনটির নেতারা। কর্মশালায় দেশবরেণ্য বাচিকশিল্পী, বেতার ও টেলিভিশন উপস্থাপক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রশিক্ষণ দেবেন।
আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে এবং অফলাইনে কর্মশালায় নিবন্ধন করা যাবে। চাকসু ভবনের নিচতলা ও ব্যবসায় প্রশাসন অনুষদের যাত্রীছাউনিতে স্থাপিত বুথ থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফরম সংগ্রহ করা যাবে। আগামী ১৬ জানুয়ারি কর্মশালা শুরু হবে।
সংবাদ সম্মেলনে সংগঠনটির সভপতি মো. শাহাদাত হুসাইন বলেন, কর্মশালাটি আমরা জুলাই বিল্পবে শহীদদের উৎসর্গ করতে চাই। প্রশিক্ষণার্থীদের আমরা ৭টি মেন্টরিং গ্রুপে ভাগ করবো এবং প্রতিটি গ্রুপের নাম আমরা গণঅভ্যুত্থানে শহীদদের নামে সাজিয়েছি। যে ৭ জন শহীদের নামে ৭টি গ্রুপের নামকরণ করা হয়েছে তাঁরা হলেন শহীদ হৃদয় তরুয়া, শহীদ ফরহাদ হোসেন, শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম আকরাম, শহীদ ফয়সাল ইসলাম শান্ত, শহীদ মীর মুগ্ধ, শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়।