মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনের উদ্যোগ না নেয়ায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমন পদত্যাগ করেছেন। গতকাল কেন্দ্রীয় সভাপতি–সাধারণ সম্পাদকের কাছে পদত্যাগ পত্র জমা দেন তিনি। অবশ্য পদত্যাগ পত্রে তিনি ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়েছেন।
জানা গেছে, গত বছরের ২৪ মার্চ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের কমিটি গঠন করা হয়। অর্থাৎ এক বছরের জন্য গঠিত ওই কমিটির মেয়াদ শেষ হয়েছে প্রায় পাঁচ মাস আগে।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে ইমন আজাদীকে জানান, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের কমিটির মেয়াদ শেষ হয়েছে কয়েক মাস আগে। এখনো নতুন কমিটি দেওয়ার কোনো সদিচ্ছা নেই কেন্দ্রের। তিনি বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে চারটি বিশ্ববিদ্যালয় ইউনিটসহ সংগঠনের বিভিন্ন পর্যায় থেকে কেন্দ্রীয় পরিষদ বরাবর অভিযোগ দেয়া হয়েছে। এখনো তাদের বিষয়ে কেন্দ্র কী সিদ্ধান্ত নিয়েছে আমরা জানি না। অথচ অভিযোগ অনুসারে তাদের পদ শূন্য হয়ে যাওয়ার কথা। সংগঠন তো এভাবে উদ্ভট উটের পিঠে করে চলতে পারে না।