ছাত্রলীগ ও তাঁতীলীগের দুই নেতা গ্রেপ্তার

বাকলিয়া-কোতোয়ালী

আজাদী প্রতিবেদন | শনিবার , ১ মার্চ, ২০২৫ at ১০:২৯ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়া এবং কোতোয়ালী এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও তাঁতীলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব৭। গতকাল র‌্যাব এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. ফজলুর রশিদ (২৪) ও বাঁশখালী উপজেলা তাঁতীলীগের সাবেক সভাপতি মনছুর আলম (৩৮)। র‌্যাব জানায়, গত ২৫ ও ২৭ ফেব্রুয়ারি বাকলিয়া এবং কোতোয়ালী এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার ওপর গুলিবর্ষণ এবং হত্যাচেষ্টা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে
পরবর্তী নিবন্ধঅপরিকল্পিত স্থাপনার কারণে সাজেকে আগুনে ক্ষতি বেশি