ছাত্রলীগের পর এবার ইন্টার্ন ডাক্তারদের সংগঠনেও বিভক্তি

নওফেল অনুসারীদের নতুন কমিটি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৬ নভেম্বর, ২০২১ at ৫:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) শাখা ছাত্রলীগে দীর্ঘ সময় ধরে সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারীদের একক আধিপত্য থাকলেও গত কয়েক বছরে আরেকটি গ্রুপ সক্রিয় হয়ে উঠে। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী পরিচয়ে গ্রুপটি সক্রিয় হওয়ার পর থেকেই চমেক হোস্টেল ও ক্যাম্পাসে দ্বন্দ্ব-সংঘাত লেগেই আছে। এরই মাঝে একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের এই দুই গ্রুপ। এ নিয়ে পাল্টাপাল্টি একাধিক মামলাও হয়েছে। সর্বশেষ গত মাসে সংঘটিত দুই গ্রুপের মারামারির ঘটনায় মাহাদি আকিব নামের এমবিবিএস ২য় বর্ষের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়। মাহাদি উপমন্ত্রী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত। তবে ছাত্রলীগের পর এবার চমেক হাসপাতালের ইন্টার্ন ডাক্তারদের মাঝেও বিভক্তি প্রকাশ্যে এসেছে। দীর্ঘ সময় ধরে ইন্টার্ন ডাক্তারদের সংগঠন হিসেবে ‘ইন্টার্ন ডক্টর এসোসিয়েশন’ (আইডিএ) সক্রিয় রয়েছে চমেক হাসপাতালে। যেটি সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারীদের একক নিয়ন্ত্রণে।
তবে এবার ‘ইন্টার্ন চিকিৎসক পরিষদ’ (ইচিপ) নামে ইন্টার্ন ডাক্তারদের আরো একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। নতুন এ সংগঠনের এক বছর মেয়াদী কমিটি গঠন করে রোববার (১৪ নভেম্বর) রাতেই বিজ্ঞপ্তি পাঠানো হয় আজাদীতে। নতুন এ সংগঠনের প্রথম কমিটিতে সভাপতি হিসেবে আছেন কে এম তানভীর এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন মো. খোরশেদুল ইসলাম। এছাড়া সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১২ পদে মোট ৩২ জনের নাম উল্লেখ রয়েছে কমিটিতে। নতুন সংগঠনের সাথে জড়িতরা সবাই উপমন্ত্রী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত।
নতুন কমিটি গঠনের তথ্য নিশ্চিত করে সভাপতি কে এম তানভীর জানান, ইন্টার্ন ডাক্তারদের যে কমিটি ছিল, এর মেয়াদ শেষ হয়ে গেছে। তাই আমরা নতুন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছি। যদিও এর মাধ্যমে চমেক হাসপাতালে ইন্টার্ন ডাক্তারদের সংগঠন দুটি হল কী না, এমন প্রশ্ন কৌশলে এড়িয়ে যান কে এম তানভীর। এদিকে, চমেক হাসপাতালে ইন্টার্ন ডাক্তারদের পুরনো সংগঠন আইডিএ’র আহ্বায়ক হিসেবে দায়িত্বে আছেন ডা. ওসমান গণি এবং সাধারণ সম্পাদক ডা. তাজওয়ার রহমান অয়ন। যদিও তাদের ইন্টার্নশীপ এরই মধ্যে শেষ হয়ে গেছে এবং কমিটির মেয়াদও শেষ হয়েছে।
ইন্টার্ন ডাক্তারদের নতুন সংগঠনের আত্ম প্রকাশ প্রসঙ্গে জানতে চাইলে ডা. ওসমান গণি আজাদীকে বলেন, আইডিএতে কোনো বিভক্তি নেই। সংশ্লিষ্ট সকলের জ্ঞাতসারে আইডিএর কমিটি হয়। যারা নতুন সংগঠন করেছে তারা নিজেদের ইচ্ছে মতো একটি কমিটি গঠন করেছে। ওই কমিটি অনুমোদিত না। কোনো গ্রহণযোগ্যতাও নেই। আইডিএ’র বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা স্বীকার করে কয়েকদিনের মধ্যে নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানান ডা. ওসমান গণি।
এদিকে, ছাত্রলীগের পর ইন্টার্ন ডাক্তারদের মাঝেও বিভক্তির কারণে চমেক ক্যাম্পাসে দ্বন্দ্ব-সংঘাত আরো বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন শিক্ষক-চিকিৎসকসহ সংশ্লিষ্টরা।
ইন্টার্ন ডাক্তারদের নতুন সংগঠনের বিষয়ে শুনেছেন বলে জানিয়েছেন চমেক অধ্যক্ষ প্রফেসর সাহেনা আক্তার। প্রসঙ্গত, ছাত্রলীগের দুই গ্রুপের মারামারির ঘটনায় গত ৩০ অক্টোবর থেকে চমেক বন্ধ রয়েছে। ক্যাম্পাস বন্ধের মাঝেই ইন্টার্ন ডাক্তারদের বিভক্তি প্রকাশ্যে এল। এ নিয়ে ক্যাম্পাস নতুন করে উত্তপ্ত হওয়ার পাশাপাশি দ্বন্দ্ব-সংঘাত আরো বাড়তে পারে মর্মে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

পূর্ববর্তী নিবন্ধটিকা তৈরি করে বিদেশে পাঠানোর সক্ষমতা আছে : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধমহানগর আ. লীগের ৫ ওয়ার্ডের ক ইউনিটের সম্মেলন আজ