ছাত্রদল ও যুবদল খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

আজাদী প্রতিবেদন | রবিবার , ১২ জুন, ২০২২ at ৮:৩০ পূর্বাহ্ণ

 

 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গতকাল নগরে দোয়া মাহফিল করেছে ছাত্রদল ও যুবদল। এর মধ্যে নগর ছাত্রদলের উদ্যোগে বাদ আছর উত্তর কাট্টলী বায়তুর রহমত জামে মসজিদে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা, ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা, এবং ক্ষমতাসীন সরকারের আমলে গুমখুনের শিকার দলের নেতাকর্মীদের জন্য দোয়া ও দলের কারাবন্দী সকল নেতাকর্মীদের মুক্তি ও সুস্থতা কামনা করা হয়। এতে অংশ নেন নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, মাস্টার আরিফ, সাব্বির আহমেদ, নুর নবী মহররম, ফখরুল ইসলাম শাহীন, আহ্বায়ক কমিটির সদস্য শামসুদ্দিন শামসু ও আব্বাস উদ্দিন।

যুবদল : নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে গতকাল বাদে আছর নগর যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বেগম জিয়ার সুস্থতা কামনা, বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীরউত্তম ও মরহুম আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

দোয়া মাহফিল পূর্ব এক সংক্ষিপ্ত সভা সংগঠনের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল নেতা ইকবাল হোসেন, নুর আহম্মদ গুড্ডু, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, আবদুল করিম, মুহাম্মদ মুছা, মিয়া মো. হারুন, জাহিদুল হাসান বাবু, মোহাম্মদ আলী সাকি, মোশাররফ হোসাইন, মো. হুমায়ুন কবীর, সেলিম খান, এরশাদ উল্লাহ, এরশাদ হোসেন, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, হেলাল হোসেন, গুলজার হোসেন, রাজন খান, ওমর ফারুক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় দুই রাতে ১১ গরু চুরি
পরবর্তী নিবন্ধএম এ হান্নানের মৃত্যুবার্ষিকী আজ