নাইক্ষ্যংছড়িতে প্রতিবেশীর দা’র আঘাতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন এক কৃষক। গতকাল মঙ্গলবার উপজেলার দোছড়ি ইউনিয়নের ছাগল খাইয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফরিদুল আলম (৭০) ওই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। ঘটনার ৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত মোহাম্মদ আলমকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। এ ঘটনায় নিহতের স্ত্রীও গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
সূত্র জানায়, অভিযুক্ত মোহাম্মদ আলমের গুদামের দেয়ালের মাটি ছাগলে নষ্ট করা নিয়ে বিতণ্ডায় ফরিদুলের সাথে ঝগড়া শুরু হয়। এ সময় ফরিদুল আলমকে দায়ের ধারালো অংশের বিপরীত অংশ দিয়ে আঘাত করেন মোহাম্মদ আলম। এ সময় কৃষক ফরিদুল ঘটনাস্থলেই মারা যান।
জানা যায়, মোহাম্মদ আলম ও ফরিদুলের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত চার দিন আগে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সমাধান করে দেওয়া হয়। দৌছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. ইমরান জানান, হামলাকারী আলম পালানোর সময় স্থানীয় লোকজন তাকে আটক করে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় নিহত ফরিদ আলমের স্ত্রী ফাতেমা বেগমের হাতে দায়ের কোপ লাগে। মুমূর্ষু অবস্থায় তিনি কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। নাইক্ষ্যংছড়ি থানার ওসি টান্টু সাহার বলেন, লাশ উদ্ধার করে মঙ্গলবার সন্ধ্যায় ময়নাতদন্তের জন্যে কক্সবাজার পাঠানো হয়েছে। ঘাতককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।