ছলেমা খাতুন

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ৩১ ডিসেম্বর, ২০২২ at ৫:৩০ পূর্বাহ্ণ

দৈনিক নয়াদিগন্ত পত্রিকার হাটহাজারী সংবাদদাতা আবুল বাশারের মা, হাতিয়া উপজেলার নুরুল ইসলামের স্ত্রী ছলেমা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহেরাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, পাঁচ পুত্র, চার কন্যা, নাতিনাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গতকাল শুক্রবার জুমার নামাজের পর হাতিয়া পৌরসভা ৫ নং ওয়ার্ড ডাকবাংলো রোড সৈয়দ আহম্মদ জামে মসজিদ ঈদগাহ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে, আবুল বাশারের মায়ের মৃত্যুতে হাটহাজারী প্রেস ক্লাব নেতৃবৃন্দ এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধ‘অধ্যাপক ড. আসমা সিরাজুদ্দিন’ স্মরণে : তাঁকে মনে পড়ে
পরবর্তী নিবন্ধটেকনাফে সন্ত্রাসী হামলার শিকার মুদি দোকানি