বর্তমানে সবার হাতে হাতে স্মার্ট ফোন থাকায় তারা প্রতিনিয়ত দেশ-বিদেশের বিভিন্ন নিউজ সহজেই দেখতে পায়। আর প্রত্যেকে ব্যস্ত থাকে কার আগে কে ফেইজবুক ও বিভিন্ন অনলাইন পত্রিকা ও লাইভে সবার আগে নিউজটি করতে পারে তার প্রতি। সম্প্রতি ২২ মার্চ সোমবার গভীর রাতে কর্ণফুলি উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন এর পুরাতন ব্রীজঘাট বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এতে ৯টি ভাড়া বাসা ও ৩টি দোকান পুড়ে যায়। যার আনুমানিক ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় পঁচিশ লক্ষ (২৫,০০,০০০) টাকারও বেশি সেখানকার একটি ছবিতে দেখা যায়, প্রায় অর্ধ শত লোক স্মার্ট ফোন নিয়ে অগ্নিকাণ্ডের দৃশ্য ভিডিও করছে কিন্তু কারো মনে আগুন নিভানোর কোন তাড়া নেই। সবাই খুব আনন্দচিত্তে অগ্নিকাণ্ডের দৃশ্যটি যার যার মতো লাইভ ও ভিডিও করার তরে ব্যস্ত হয়ে পড়েছে। আবার অনেকে তাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড করার জন্য দাউদাউ করে জ্বলা আগুনের দৃশ্যটি ধারণ করতে আগুন আরেকটু উপরে ওঠার জন্য অপেক্ষা করে বসে আছে। যাতে সুন্দর করে আগুনের একটি দৃশ্য তাদের চ্যানেলে দিয়ে ভিউয়ার বাড়াতে পারে। তারা ভুলেই গেছে যে, এখানে হাজারো ব্যক্তির স্বপ্ন আগুনে পুড়ে যাচ্ছে। এর আগে ২০১৯ সালে বরগুনার আলোচিত ঘটনা রিফাত হত্যার সময়েও একই দৃশ্য চোখে পড়ে। মানুষ যদি ভিডিও করার প্রতিযোগিতা না করে সমস্যাটি সমাধানের চেষ্টা করতো তখন হয়তো এতো ক্ষতির অংক ভুক্তভোগীদের গুণতে হতো না। যা খুব বেশি উপকারী পদক্ষেপ হতো। তাই আসুন আমরা অযথা ভিডিও ও লাইভ না করে যথাসম্ভব সমস্যাটি সমাধানের চেষ্টা করি ও মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।
মুহাম্মদ হেদায়ত উল্লাহ, শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্বিবিদ্যালয়।