ছনহরা কালী বাড়ি পরিচালনা পরিষদের বার্ষিক সাধারণ সভা

| শুক্রবার , ১ অক্টোবর, ২০২১ at ৬:০৭ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলার ছনহরা সার্বজনীন কালীবাড়ী পরিচালনা পরিষদের বার্ষিক সাধারণ সভা গত ২৪ সেপ্টেম্বর কালীবাড়ীর নাটমন্দিরে অনুষ্ঠিত হয়। এডভোকেট রনজিত কুমার মিত্রের সভাপতিত্বে সভার শুরুতে পরিষদের প্রাক্তন সভাপতি প্রায়ত সাধন ভট্টাচার্য্য ও তাঁর সহধর্মিনীর বিদেহী আত্মার সদগতি কামনায় এক মিনিট নীরবতা পালন এবং শোক প্রস্তাব গৃহীত হয়। ম্যাক্সিম গোর্কী শীল টিপুর সঞ্চালনে অনুষ্ঠিত সভায় বার্ষিক প্রতিবেদন ও শৌচাগার নির্মাণের আয়-ব্যয় হিসাব পেশ করেন পর্ষদের সাধারণ সম্পাদক সুব্রত কানুনগো। সর্বসম্মতিক্রমে আসন্ন শ্রীশ্রী শ্যামা পূজা সরকারী স্বাস্থ্যবিধি মেনে সাড়ম্বরে পূজা ও দীপাবলী উৎসব পালন করার সিদ্ধান্ত হয়। কালীবাড়ীর উন্নয়ন ও বার্ষিক কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেন অমল চন্দ্র সিংহ, স্বপন কুমার সেন, অধ্যাপক সুধীর দাশ, রতন বিশ্বাস, দিলীপ সিংহ, অঞ্জন ভট্টাচার্য্য, মানস বিশ্বাস, সঞ্জীব চক্রবর্ত্তী টিংকু, বিপ্লব ভট্টাচার্য, চন্দন রক্ষিত, সুমন দস্তিদার, শান্তিপদ ভট্টাচার্য, সুজন ভট্টাচার্য্য, রতন দাশ ও স্বপন সর্দ্দার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএক উজ্জ্বল নক্ষত্রের বিদায়
পরবর্তী নিবন্ধরেডিসনে ২ দিনব্যাপী মেকআপ শেকআপ গ্র্যান্ড এক্সপো আজ শুরু