ছদ্মবেশে পলাতক আসামী ধরলেন কাপ্তাই থানার ওসি

কাপ্তাই প্রতিনিধি | রবিবার , ৬ ডিসেম্বর, ২০২০ at ৭:০৯ অপরাহ্ণ

কাপ্তাই থানায় বন মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিলেন মানুমং মারমা (৪৫)। তাকে ধরার জন্য বিভিন্ন স্থানে পুলিশ বারবার অভিযান পরিচালনা করে কিন্তু বরাবরই মানুমং মারমা পালিয়ে যেতে সক্ষম হন।
কোনো না কোনোভাবে পুলিশ আসার খবর আগেই জেনে যেতেন মানুমং।
অবশেষে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন ছদ্মবেশ ধারণ করে আসামী ধরার পরিকল্পনা নেন। এই পরিকল্পনার কথা তিনি আগে কাউকে জানতে দেননি।
পরিকল্পনা অনুযায়ী ছদ্মবেশে ওসি নাছির উদ্দিন উপজেলার শীলছড়ির বেলুয়া পাড়ায় অভিযান পরিচালনা করে বন মামলার পলাতক আসামী মানুমং মারমাকে আটক করতে সক্ষম হন বলে জানা গেছে।
ছদ্মবেশ ধারণ করে আসামী গ্রেপ্তারের কথা স্বীকার করেছেন ওসি নাছির উদ্দিন।
সাজা ভোগ করার জন্য আসামীকে আজ সকালে রাঙামাটি জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফৌজদারহাটে ক্রেন ভেঙে গার্ডার মাটিতে
পরবর্তী নিবন্ধইয়াবা-ফেনসিডিল সহ র‌্যাবের হাতে আটক ৭