সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স লিগে অসাধারণ পারফরম্যান্সের দারুণ এক স্বীকৃতি পেয়েছেন করিম বেনজেমা। ২০২১–২২ আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড। প্যারিসের ফাইনালে গত শনিবার লিভারপুলকে ১–০ গোলে হারিয়ে ১৪তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে নিজেদের রেকর্ড আরও সমৃদ্ধ করে রিয়াল। ইউরোপ সেরার প্রতিযোগিতাটিতে ৩৪ বছর বয়সী বেনজেমার পঞ্চম শিরোপা। ১২ ম্যাচে ১৫ গোল করে তিনি ছিলেন আসরের সর্বোচ্চ গোলদাতা। এর মধ্যে দুটি হ্যাটট্রিকসহ ১০টি গোল নকআউট পর্বে। এবার লা লিগারও সর্বোচ্চ গোলদাতা ফরাসি ফরোয়ার্ড এই বছর ব্যালন ডি’অর জয়ের সবচেয়ে বড় দাবিদার।
বেনজেমার সতীর্থ, ফাইনালের একমাত্র গোলদাতা ভিনিসিউস জুনিয়র মৌসুমের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ২১ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আসরে গোল করেন ৪টি, অ্যাসিস্ট ৬টি।