চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিপক্ষকে কড়া বার্তা শান্তর

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৩৪ পূর্বাহ্ণ

আজ পর্দা উঠবে ক্রিকেটের চ্যাম্পিয়ন্স ট্রফির। আর আগামীকাল শুরু হবে টুর্নামেন্টে বাংলাদেশের যাত্রা। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল। এর আগে অবশ্য পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ গত সোমবার। সে ম্যাচে হারতে হয়েছে বড় ব্যবধানে। বলা যায় হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শেষ করল টাইগাররা। তারপরও এসবের তোয়াক্কা করছেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বার্তা দিলেন গর্জনের। গত সোমবার দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে প্রথমে ব্যাট করতে নেমে ২০২ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাব দিতে নেমে ৩৪.৫ ওভারে এই রান তাড়া করে পাকিস্তান শাহিনস। বাংলাদেশ হারে ৭ উইকেটে। ব্যাট হাতে ব্যর্থ হন শান্ত। ২১ বলে করেন ১২ রান। এ নিয়ে আক্ষেপ দেখা গেল না বাংলাদেশি অধিনায়কের মধ্যে। চ্যাম্পিয়ন্স ট্রফির দিকেই নজর তার। এমন বার্তাই দিলেন নিজের ফেসবুকে।

গত সোমবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন শান্ত। যেখানে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি গায়ে ব্যাট হাতে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি বাঘ ও ক্রিকেটের ইমোজি দিয়ে লিখেছেন বাংলাদেশের বাঘেরা গর্জন করতে প্রস্তুত। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাঁপিয়ে দেব। তৈরি হও বিশ্ব, একটা ঝড় আসছে। গত সোমবার রাতে বাংলাদেশকে নিয়ে পোস্ট করেছে আইসিসিও। যেখানে তারা সূর মিলিয়েছে শান্তর সঙ্গে। নিজেদের ফেসবুকে শান্ত, জাকের আলী অনিক, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের ছবি দিয়ে আইসিসি লিখেছে, বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে গর্জন করতে প্রস্তুত। তবে কতটা গর্জন করতে পারবে শান্তরা সেটা অবশ্য সময়ই বলে দেবে। তবে শান্ত যেটা বুঝাতে চেয়েছেন তা হচ্ছে বাংলাদেশ দল বেশ ভালভাবেই তৈরি হয়ে আছে। প্রতিপক্ষকে মোকাবেলা করতে যত ধরনের প্রস্তুতি এবং কৌশল দরকার সবকিছু প্রয়োগ করতে চায় টাইগাররা। যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সাফল্য তেমন নেই। কেবল ২০১৭ সালে একবার সেমিফাইনালে উঠেছিল। এরপর থেকে সব ব্যর্থতা। তবে নাজমুল হোসেন শান্ত বলছেন তারা লড়াই করতে এসেছে এই আসরে। প্রতিপক্ষকে ভয় পেতে নয়। প্রতিপক্ষ সে যেই হোক কোন ছাড় নেই। তাইতো প্রতিপক্ষের উদ্দেশ্যে শান্ত বলছেন প্রস্তুত থাক। টাইগার আসছে। আগামীকাল ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। পরের ম্যাচে আগামী ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তারা। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে লড়বে শান্তর দল।

পূর্ববর্তী নিবন্ধচ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে পাকিস্তানের নাম রাখতেই হলো ভারতকে
পরবর্তী নিবন্ধকুমিল্লাকে হারিয়ে টানা দ্বিতীয় জয় চট্টগ্রামের