চোরাই বাইক বিক্রিতে অনলাইনে বিজ্ঞাপন

পতেঙ্গায় চক্রের হোতা গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২১ সেপ্টেম্বর, ২০২১ at ৬:১২ পূর্বাহ্ণ

নতুন মডেলের মোটর সাইকেল চুরি করে রং পাল্টানো হতো, বিজ্ঞাপন দিতো অনলাইনে। কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের টার্গেট করেই বিক্রি হতো চোরাই মোটর সাইকেল। এ ধরনের একটি চক্রের হোতা মো. জাবেদকে (২৭) গত রোববার দিবাগত রাতে নগরীর পতেঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুটি চোরাই মোটর সাইকেলও উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া জাবেদ পতেঙ্গা থানাধীন উত্তর মাইজপাড়া জিন্নাত আলীর বাড়ির মো. ইউসুফের ছেলে। তাকে গতকাল সোমবার মহানগর হাকিম আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পতেঙ্গা থানার ওসি কবির হোসেন দৈনিক আজাদীকে জানান, ‘গ্রেপ্তার হওয়া জাবেদ একজন বাস চালক। সে দীর্ঘদিন থেকে সিটি সার্ভিসের বাস চালায়। পাশাপাশি সে মোটর সাইকেল চোরচক্রের একজন পেশাদার সদস্য। ডিউটি না থাকলে সে বিভিন্ন এলাকা ঘুরে পার্কিং করে রাখা মোটরসাইকেলের তথ্য সংগ্রহ করে। তার চক্রে বেশ কয়েকজন সদস্য রয়েছে। কঙবাজার এলাকার মো. ইসমাইলও (৩৩) এ চক্রের হোতা। জাবেদ তথ্য সংগ্রহ করে ইসমাইলকে দেয়। ইসমাইলসহ কয়েকজন মিলে গাড়িটি চুরি করে। গাড়ি চুরির সময় আশেপাশের সিসিটিভি আড়াল করতে রাস্তা পাহারা দেয় কয়েকজন। বাইক চুরি করার পর চট্টগ্রামের বিভিন্ন থানা ও কঙবাজার জেলার কিছু গ্যারেজে নিয়ে যায় তারা। এরপর চুরি করা গাড়ির রং পরিবর্তন এবং ইঞ্জিন, চ্যাসিস নম্বর টেম্পারিং করে স্টিকার লাগিয়ে নতুন ইঞ্জিন ও চ্যাসিস নাম্বার স্থাপন করে, লাগানো হয় নতুন নাম্বারপ্লেটও। এরপর ভুয়া ডকুমেন্টস তৈরি করে কম দামে বিক্রয় করে দেয়। চোরাই গাড়ি বিক্রির জন্য গ্রাহক খুঁজতেও তাদের কিছু এজেন্ট রয়েছে। তারা কম টাকায় দামি গাড়ি কিনতে আগ্রহী কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রদের আকৃষ্ট করে কম দামে বিক্রি করে দেয়।’
ওসি বলেন, গত ২৭ আগস্ট চরপাড়া এলাকার জনৈক জসীমের বিল্ডিংয়ের কলাপসিবল গেইটের তালা ভেঙে ইয়ামাহা এফজেডএস মোটর সাইকেলটি অজ্ঞাত ব্যক্তিরা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় মামলা হয়। ওই গাড়িটির নম্বর পরিবর্তন করে ক্রেতা খোঁজ করছিলেন তারা। এরমধ্যে গাড়িটি উদ্ধার করা হয়। চক্রের সদস্য ইসমাইল পলাতক রয়েছে। তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় মাদক এবং অস্ত্র মামলাও রয়েছে। ধৃত জাবেদের বিরুদ্ধে নতুন মামলা হয়েছে। ইসমাইলকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

পূর্ববর্তী নিবন্ধশহর ঘুরে ছড়ায় আলো
পরবর্তী নিবন্ধদুর্গাপূজায় ভারতে যাবে ২ হাজার ৮০ টন ইলিশ