দুর্গাপূজায় ভারতে যাবে ২ হাজার ৮০ টন ইলিশ

| মঙ্গলবার , ২১ সেপ্টেম্বর, ২০২১ at ৬:১৩ পূর্বাহ্ণ

ইলিশ রপ্তানি বন্ধ থাকলেও দুর্গোৎসবে ভারতের বাঙালিদের এই মাছের স্বাদ দিতে আগের মতোই নিষেধাজ্ঞা সাময়িক শিথিল করেছে বাংলাদেশ সরকার। এবার ভারতে ২ হাজার ৮০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গতকাল সোমবার ৫২টি প্রতিষ্ঠানকে শর্তসাপেক্ষে রপ্তানির এই অনুমোদন দিয়ে চিঠি পাঠানো হয়। খবর বিডিনিউজের।
এতে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ মাছ রপ্তানির বিষয়ে পাওয়া আবেদনগুলো যাচাই-বাছাই করে শর্ত সাপেক্ষে ৫২টি প্রতিষ্ঠানকে নির্ধারিত পরিমাণ (৪০ টন করে) ইলিশ মাছ ভারতে রপ্তানির অনুমতি দেওয়া হল। ৫২টি প্রতিষ্ঠান ৪০ টন করে মোট ২ হাজার ৮০ টন ইলিশ রপ্তানি করতে পারবে। রপ্তানির শর্তে বলা হয়, এ অনুমতির মেয়াদ আগামী ১০ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। আর অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ রপ্তানি করা যাবে না। শর্তে রপ্তানি নীতি ২০১৮-২০২১ এর বিধি-বিধান অনুসরণ করতে বলা হয়েছে।
পঞ্জিকার হিসাবে আগামী ১১ অক্টোবর থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে দুর্গাপূজা। বাংলাদেশের জাতীয় মাছ পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছেও বহুল কাঙ্ক্ষিত। বাংলাদেশে জেলেদের জালে এবার ইলিশ কম ধরা পড়েছে। ফলে দাম এবার তুলনামূলক বেশি।

পূর্ববর্তী নিবন্ধচোরাই বাইক বিক্রিতে অনলাইনে বিজ্ঞাপন
পরবর্তী নিবন্ধইএফডি স্থাপনে ধীরগতি ভ্যাট আদায় ব্যাহত