চোরাই গরু ব্যবসার দ্বন্দ্বে সংঘর্ষ, নিহত ১

বান্দরবান প্রতিনিধি | রবিবার , ১২ মার্চ, ২০২৩ at ৬:১৩ পূর্বাহ্ণ

বান্দরবানের আলীকদমে মিয়ানমার সীমান্ত পথে আসা গরু ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ সময় আহত আরেকজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, আলীকদম উপজেলার করুকপাতা ইউনিয়নের দুংড়িসিন্ধু পাড়া এলাকায় মিয়ানমার থেকে সীমান্ত পথে অবৈধভাবে আসা গরু ব্যবসা নিয়ে দুগ্রুপের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মিজবাহ উদ্দীন (১৮) নামে একজনের মৃত্যু হয়। নিহত মিজবাহ আলীকদমের নোয়া পাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় গুরুতর আহত গিয়াস উদ্দিন নামে আরেকজনকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

আলীকদমের নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান কফিল উদ্দিন বলেন, করুকপাতা ইউনিয়নে সংঘর্ষে আমার এলাকার এক বাসিন্দার মৃত্যু হয়েছে। আরেকজনকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। করুকপাতা ইউনিয়নের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো জানান, দুগ্রুপের সংঘর্ষে সিন্ধুপাড়া ও দুংড়ি পাড়ার মাঝামাঝি এলাকায় একজন গরু ব্যবসায়ী মারা গেছে। আরও কয়েকজন আহত হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার ওসি নাছির উদ্দিন হতাহতের সত্যতা নিশ্চিত করে বলেন, হতাহতরা সবাই গরু ব্যবসার সাড়ে জড়িত শোনেছি।

পূর্ববর্তী নিবন্ধআমার বাংলাদেশ
পরবর্তী নিবন্ধবন্দর থেকে কন্টেনার পাচারে জড়িত ৮ জন গ্রেপ্তার