চোখ তোমার কথা বলে

নবনীতা বড়ুয়া | শুক্রবার , ২৩ অক্টোবর, ২০২০ at ৮:২৫ পূর্বাহ্ণ

চোখ তোমার কথা বলে, নিশীথ রাতের কাব্য যেমন মায়াবী সুরে বাজে/ ঠিক তেমনি করে। ঠিকরে পড়া আলোক এ যেন সয় না/এ অন্ধকার ভালবাসে, ঠিক তোমার মত করে। কবে যেন নাম না জানা কবিতায় পড়েছিলেম এ চোখ, যেন বিনিদ্র ক্লান্ত বিনোদিনীর মত/একাকী নিশ্চুপ। আঁধারের গভীর অন্তরালে-/কোন না বলা কষ্ট গোপন করে? যেন কোনদিন তুমি উজ্জ্বলতায় ভাসনি/ অথবা ভুলেই গেছ মন ভোলানো হাসি হেসে /আবার কবে তোমার ইচ্ছে হবে বল/দুচোখ ভরে হাসতে ভালবেসে? এক দৃষ্টিতে কত কিছুই না বলে গেলে, আরও কত কথা যেন তোমার বলা বাকি/ তুমি আঁধারের মাঝে একা পথে হেঁটে চল/ তোমার সঙ্গী এ চোখ / আজ তোমারেই দেয় ফাঁকি।

পূর্ববর্তী নিবন্ধবিভূতিবাবু, দুর্গারা আজও অসহায়!
পরবর্তী নিবন্ধশিশুই শিক্ষকের ভবিষ্যৎ