ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই সড়কে কাভার্ডভ্যানের ধাকায় মারা গেলো দুই ব্যক্তি। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই জন।
নিহতরা হলেন-ইকবাল হোসেন (৪৫) ও মো. ফরিদ (৪২)।
নিহত ইকবাল মীরসরাই সদর ইউনিয়নের মধ্যম তালবাড়িয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি পেশায় পিকআপ চালক। অপরজন মো. ফরিদ তালপাড়ার হেঞ্জু মিখার বাড়ির বখতেয়ার খানের ছেলে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি সোহেল সরকার বলেন, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি গাছবাহী পিকআপ ও দুটি ভ্যান গাড়ি রাস্তার পাশে রাখা ছিল। ভ্যানগুলো ছিল বেকারি পণ্যবাহী। ঢাকা থেকে চট্টগ্রামমুখী কাভার্ডভ্যানের চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালাতে গিয়ে মূল সড়ক থেকে পাশে গিয়ে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহত হন দুই জন।
আহতরা হলেন, মধ্যম তালবাড়িয়ার ধনমিয়ার ছেলে মিজান (৪০), অপরজন শহীদ (৪০)। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। ঘাতক কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেলেও হেল্পারকে আটক করেছে পুলিশ।