চোখে অশ্রু মুখে হাসি

মোহাম্মদ ওয়াহিদ মিরাজ | বৃহস্পতিবার , ২৮ জানুয়ারি, ২০২১ at ৬:২১ পূর্বাহ্ণ

বাংলাদেশ সরকার বিভিন্ন কল্যাণমুখী কর্মসূচি ঘোষণার মাধ্যমে এদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপযাপন করছেন। আমার মনে হয় এসব কর্মসূচীর মধ্যে অন্যতম হলো ‘জায়গা আছে, ঘর নেই’ প্রকল্প। দেশের প্রায় ৯ লক্ষ গৃহহীন এ প্রকল্পের আওতায় ঘর পাওয়ার স্বপ্নে বিভোর। গত ২৩ জানুয়ারি প্রথম পর্যায়ের ঘরের চাবি হস্তান্তরের মহতি অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী “অদূর ভবিষ্যতে এদেশে গৃহহীন হিসেবে কোন লোক থাকবেন না” মর্মে ঘোষণা দিয়েছেন। আমি শপথ করে বলতে পারি যে, ইলেক্ট্রনিঙ-প্রিন্ট মিডিয়ায় এসব ঘর পাওয়া ব্যক্তিদের চোখে মুখে আনন্দের যে বন্যা আমি দেখেছি তার খুশির বর্ণনা দেয়ার ভাষা আমার সত্যিই নেই। যে কোন সরকারের সব কর্মকাণ্ড মানুষের মণিকোঠায় যেমন স্থান পায় না, ঠিক তেমনি এমন কিছু কর্মকাণ্ড থাকে যার গুণ হাজার লক্ষ বার চেষ্টা করলেও মন থেকে মুছা যায় না। গৃহহীনদের ঘর পাওয়ার বিষয়টিও আমার মনে হয় এ সরকারের শ্রেষ্ঠ অর্জনের তালিকায় অন্যতম প্রশংসনীয় হিসেবে স্থান পাবে, যা অনন্তকাল দেশবাসীর অন্তরে চিরজাগরুক হয়ে থাকবে। ঘর পাওয়া মানুষদের মুখে স্বপ্ন জয়ের হাসি আর চোখে আনন্দের অশ্রু দেখে অনেকের মতো আমারও কল্পনাতীত ভালো লেগেছে। সাংবাদিক ভাইদের কল্যাণে তাদের খুশির বর্ণনা মনের টানে বার বার শুনেছি, পড়েছি, অনুভব করেছি বর্তমান সরকারের এ মহাপরিকল্পনার মর্মভেদ। চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবদুস সালামও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুব শীঘ্রই প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে জেলার ৫০টি গৃহহীন পরিবারকে এ ঘর দানের মাধ্যমে সরকারের উন্নয়নের অংশীদার হিসেবে আবির্ভূত হবেন। সর্বত্র মানবতার জয় হোক।

পূর্ববর্তী নিবন্ধতথাকথিত কৃত্রিম পানীয়গুলো কি আসলেই স্বাস্থ্যসম্মত ?
পরবর্তী নিবন্ধচাই সিটি গভর্নমেন্ট