চোখের ছানি অপারেশনের সুযোগ পাচ্ছে পেকুয়ার অসচ্ছল রোগীরা

লায়ন্স ক্লাব অফ চিটাগং এর উদ্যোগ

| সোমবার , ১ ডিসেম্বর, ২০২৫ at ৫:৩০ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অফ চিটাগং এর উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় বিভিন্ন চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা দেওয়া রোগীদের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চক্ষু পরীক্ষায় নির্বাচিত রোগীদের মধ্যে প্রথম ধাপে ৩০ জন রোগীর চোখের ছানি অপারেশনের জন্য ব্যবস্থা করা হয়। এ উপলক্ষে গতকাল ৩০ নভেম্বর লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে বিভিন্ন প্রান্ত থেকে আগত রোগীদের চিকিৎসার খোঁজখবর ও সার্বিক ব্যবস্থাপনার তদারকি করতে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ চিটাগং এর নেতৃবৃন্দ। লায়ন্স ক্লাব অফ চিটাগং এর প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন লায়ন্স জেলার রিজিওন চেয়ারপার্সন ১ লায়ন নিশাত ইমরান, লায়ন্স জেলা হাঙ্গার চেয়ারপার্সন ও লিও ক্লাব এডভাইজর লায়ন আবু নাসের রনি, ভাইস প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আইয়ুব, ক্লাব ট্রেজেরার লায়ন অনুপম মজুমদার, জয়েন্ট ট্রেজেরার লায়ন বিপ্লব চক্রবর্তী তুহিন, লায়ন মানস বড়ুয়া, লায়ন মহাদেব ঘোষ, লায়ন মোহাম্মদ ইমরান, লিও ক্লাব অফ চিটাগং এর প্রেসিডেন্ট লিও মিনহাজুর রহমান শিহাব, সদস্য লিও মোহাম্মদ নাঈমুল ইসলাম, লিও রানা চৌধুরী, লিও সায়মা জাহান মিম প্রমুখ। লায়ন নিশাত ইমরান বলেন, ছানি অপারেশনের মতো মানবিক উদ্যোগ লায়ন্স আন্দোলনের সেবাধর্মী চেতনাকে আরও শক্তিশালী করে। সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে লায়ন্স ক্লাব বহুদিন ধরে যে ভূমিকা রেখে আসছে, এটি তারই ধারাবাহিকতা।

লায়ন রেবেকা নাসরিন বলেন, প্রান্তিক জনপদের মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছাতে লায়নিজমের উদ্যোগে প্রচেষ্টা চলমান। আর্থিক অসচ্ছলতার কারণে কেউ যাতে অন্ধত্বের ঝুঁকিতে না থাকে এটাই আমাদের মূল লক্ষ্য। উল্লেখ্য, প্রথম ধাপে পেকুয়া উপজেলা থেকে আগত ৩০ জন রোগীর চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশনের জন্য ব্যবস্থা করা হয়। খবর প্রেস বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধভোট বিপ্লবের মাধ্যমে ধানের শীষকে বিজয়ী করতে হবে
পরবর্তী নিবন্ধরাশেদ রউফ-এর অন্ত্যমিল