চেয়ারম্যান-মেম্বাররা এলাকায় প্রধানমন্ত্রীর প্রতিনিধি

পটিয়া মেম্বার সমিতির সভায় হুইপ সামশুল

পটিয়া প্রতিনিধি | শনিবার , ১০ অক্টোবর, ২০২০ at ১১:৩১ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, গ্রামবাংলার সামগ্রিক উন্নয়নে ইউপি সদস্যদের ভূমিকা অপরিসীম। চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি ইউনিয়নকে যুগোপযোগী করে তোলা যায়। গতকাল শুক্রবার পটিয়া উপজেলা মেম্বার সমিতির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সামশুল হক চৌধুরী বলেন, চেয়ারম্যান-মেম্বাররা এলাকায় দল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি। তারাই পারে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডর গ্রাম-গঞ্জের সাধারণ মানুষের কাছে তুলে ধরতে। জনপ্রতিনিধিরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে এলাকায় মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি, কিশোর গ্যাং ও নারী ধর্ষণের মত ঘটনা ঘটতে পারে না। এ সময় কোনো জনপ্রতিনিধি অপরাধ কর্মকাণ্ডে সাথে জড়িয়ে পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া বলেও হুঁশিয়ার করেন তিনি। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ দেবু। সভাপতিত্ব করেন উপজেলা মেম্বার সমিতির সভাপতি শহিদুল ইসলাম জুলু। সাধারণ সম্পাদক সৈয়দ জাবেদ সরোয়ারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাশেদ মনোয়ার, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, সদস্য বিজন চক্রবর্তী, হুইপের সহকারী সচিব হাবিবুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবদুল খালেক, মুহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম, শিশু সংগঠক আইয়ুব বাবুল, আলমগীর খালেদ, ইঞ্জিনিয়ার এসএম মোরশেদ, সাবেক চেয়ারম্যান শাহদাত হোসেন ফরিদ, বর্তমান চেয়ারম্যান গাজী ইদ্রিস, এম এ হাসেম, ইনজামুল হক জসিম, ইউনুছ মিয়া, মাহবুবুর রহমান, মো. বখতিয়ার, এটিএম শাহজাহান, উপজেলা মেম্বার সমিতির সহ-সভাপতি শাহ আলম, শাহদাত হোসেন সবুজ, হাজী মো. আলম, শীতল তালুকদার, জাহাঙ্গীর আলম, আহমদ নুর চৌধুরী, শফিউল আলম বাদশা, মাহবুবুর রহমান, নজরুল ইসলাম সালমান, মো. হাসান, নার্গিস আকতার, জসিম উদ্দিন, নুরুল ইসলাম, আহমদ নুর সাগর, টিটু দেব, সুশীল দে, আবু তালেব আলমদার, জেসমিন আকতার প্রমুখ। অনুষ্ঠানে প্রয়াত ইউপি সদস্যদের পরিবারসহ অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। এছাড়াও মেম্বার সমিতির জন্য দুই লক্ষ টাকা অনুদানের ঘোষণা দেন হুইপ।

পূর্ববর্তী নিবন্ধকরোনাকালেও থেমে নেই উন্নয়নের গতি
পরবর্তী নিবন্ধবোধন আবৃত্তি স্কুলের ২৭ বছর পূর্তি অনুষ্ঠান