চেসা ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

| সোমবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:২০ পূর্বাহ্ণ

চিটাগং এক্স শাহীন এসোসিয়েশন (চেসা) এর প্রথম আন্ত ব্যাচ ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত ১৮ ফেব্রুয়ারি নাসিরাবাদ ডাগআউট টার্ফে অনুষ্ঠিত হয়। সিনিয়র ও জুনিয়র দুই বিভাগে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে সিনিয়র বিভাগে ব্যাচ পিক্সেল ৯৭/৯৯ কে ৪১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় একে ক্লাব ৯৫/৯৭।

 

জুনিয়র বিভাগে শাহীন ফোর্স ০৭/০৯ কে ৭১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এফসি ঈগলস ১৪/১৬ ব্যাচ। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সংগঠনের সভাপতি এডভোকেট মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএএফ শাহীন কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো.

নাসির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর আবদুল কাইউম নিজামী, বিএএফ শাহীন কলেজ চট্টগ্রামের সহকারী অধ্যাপক মো. রাশেদুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ মাহমুদ আলম। বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি সৈয়দা নারগিস

সুলতানা বীনু এবং গুলশান জাহান। এছাড়া উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ওয়াহিদ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদ বুলবুল, সাংগঠনিক সম্পাদক ও পিক্সেল ৯৭/৯৯ দলের অধিনায়ক রেজাউল করিম রাশেদ, অর্থ সম্পাদক একেএম আবুল বাশার সোহেল, সহঅর্থ সম্পাদক সদরুল আমীন,

অফিস সম্পাদক রাকিব মাহমুদ ডানা, সহঅফিস সম্পাদক মো. ফয়সাল আহমেদ দোলন, প্রকাশনা সম্পাদক মো. মনিরুজ্জামান নান্নু, সহপ্রকাশনা সম্পাদক খন্দকার জসিম উদ্দিন, সহছাত্র কল্যাণ সম্পাদক শওকত জামান, সহসাংস্কৃতিক সম্পাদক মাহিদুল ইসলাম আরকান এবং কার্যকরী পরিষদ সদস্য সালাহ

উদ্দিন মাহমুদ নিজা। টুর্নামেন্টে মেডিকেল টীমে দায়িত্ব পালন করেন যুগ্ম সাধারন সম্পাদক ডা. তারেক আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল আলম রানা ও সহসাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন মুন। টুর্নামেন্ট পরিচালনা করেন টুর্নামেন্টের আহবায়ক মশিউর রহমান রাজু ও সদস্য সচিব এডভোকেট মো. এরফানুল হক।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন সিনিয়র বিভাগের একে ৯৫/৯৭ ব্যাচের উজ্জ্বল কুমার দাশ ও ফাইনালের ম্যান অফ দ্যা ম্যাচ হন একই ব্যাচের আব্দুল হালিম। জুনিয়র বিভাগের সর্বোচ্চ গোলদাতা ও ফাইনালের ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন এফসি ঈগলস ১৪/১৬ এর আনিস ও সেরা খেলোয়াড় নির্বাচিত হন একই দলের কাওসার।

পূর্ববর্তী নিবন্ধঅজেয় ব্রাদার্সকে হারের স্বাদ দিল ইস্পাহানী
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৬.৪৯ কোটি টাকা