চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৯ অক্টোবর, ২০২০ at ১০:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রামে চেক প্রতারণা মামলায় আনিছুল হক নামে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা নাঙ্গলকোট থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী। ওসি বলেন, চেক প্রতারণা মামলায় পলাতক আসামি আনিছুল হককে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মেসার্স ডি কে এস এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর আনিছুল হক কুমিল্লা নাঙ্গলকোট থানার হরিপুর গ্রামের মৃত ছেরাজুল হকের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের একটি চেক প্রতারণা মামলায় (নং-৯৯/১৮) চট্টগ্রাম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত আসামি আনিছুলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২৫ লক্ষ টাকা অর্থদণ্ড দেন। ওই ঘটনায় পলাতক থাকায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধগণমাধ্যমের উপর আক্রমণ বন্ধের আহ্বান অ্যামনেস্টির
পরবর্তী নিবন্ধডাক্তার বলছে বিষক্রিয়া স্ত্রীর দাবি পিটিয়ে হত্যা