চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি হয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিজাস্টার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হাছান।
গত ৯ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম ফলাফল ঘোষণা করেন। শিক্ষক সমিতির নির্বাচনে নতুন কার্যনির্বাহী পরিষদের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। নির্বাচনে সহসভাপতি পদে অধ্যাপক ড. সুমন দে, কোষাধ্যক্ষ হিসেবে ইনস্টিটিউট অব রিভার, হারভার অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স (আইআরএইচএস) এর গবেষণা সহকারী অধ্যাপক ড. মো. আরিফ হোসেন, প্রচার ও সমাজ কল্যাণ সম্পাদক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রভাষক সোহেনা সালাম অন্তি এবং নির্বাহী সদস্য হিসেবে ইইই বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. শামসুল আরেফীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এছাড়া যুগ্ম সম্পাদক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে কেউ–ই প্রতিদ্বন্দ্বিতা করেননি।
নির্বাচনে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম প্রধান নির্বাচন কমিশনার এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও ইইই বিভাগের অধ্যাপক ড. নিপু কুমার দাশ ও ম্যাটেরিয়ালস অ্যান্ড ম্যাটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ আহম্মদ। প্রেস বিজ্ঞপ্তি।












