চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পদার্থবিজ্ঞান বিভাগের আয়োজনে আগামী ২৯ থেকে ৩০ অক্টোবর চুয়েটে অনুষ্ঠিত হতে যাচ্ছে 6th “International Conference on Physics for Sustainable Development and Technology (ICPSDT)-2025″ শীর্ষক আর্ন্তজাতিক কনফারেন্স। এ উপলক্ষে গতকাল রবিবার চুয়েটের সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কনফারেন্স সেক্রেটারি ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অনিমেশ কুমার চক্রবর্ত্তী। এতে উপস্থিত ছিলেন কনফারেন্স সভাপতি এবং পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এইচ. এম. এ. আর. মারুফ। এ সময় আরও উপস্থিত ছিলেন কনফারেন্সের কোষাধ্যক্ষ ও পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মুক্তার হোসেন, টেকনিক্যাল কমিটির যুগ্ম–সচিব ড. সাইফুল কবির, কনফারেন্স কমিটির যুগ্ম–সচিব ও সহকারী অধ্যাপক মোসাম্মাৎ আরজুমান আরা বেগম ও মোঃ জাহিদ হাসান।
উল্লেখ্য, পদার্থবিজ্ঞান বিভাগের ৬ষ্ঠ আন্তর্জাতিক কনফারেন্সে আমেরিকা, চীন, জাপান, মালয়েশিয়া, পাকিস্তান, ভারত ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বৈজ্ঞানিক গবেষণা সংস্থা থেকে শীর্ষস্থানীয় একাডেমিশিয়ান, স্কলার্স ও রিসার্চারগণ অংশ নিবেন। এতে ৩জন কী–নোট স্পিকার এবং ১৫জন আমন্ত্রিত স্পিকার উপস্থিত থাকবেন। এই কনফারেন্সে ৪০০টি পেপার থেকে মোট নির্বাচিত ২৭৪টি পেপার উপস্থাপিত হবে। এর মধ্যে ১৬৫টি ওরাল এবং ১০৯টি পোস্টার প্রবন্ধ উপস্থাপিত হবে। উক্ত কনফারেন্সের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) কর্তৃপক্ষ। এতে স্পন্সর হিসেবে থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। প্রেস বিজ্ঞপ্তি।












