চুয়েটে নিম্নআয়ের মানুষের জন্য স্যানিটেশন শীর্ষক সেমিনার

| সোমবার , ২৯ আগস্ট, ২০২২ at ১০:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগ আয়োজনে এবং আইটিএন বুয়েটের সেন্টার ফর ওয়াটার সাপ্লাই অ্যান্ড ওয়াস্ট ম্যানেজমেন্টের সহযোগিতায় ‘নগরাঞ্চলের নিম্নআয়ের মানুষের জন্য স্যানিটেশন’ শীর্ষক এক সেমিনার গতকাল রোববার অনুষ্ঠিত হয়। বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। সভাপতিত্ব করেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আসিফুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক মায়শা কবির। দুইদিনব্যাপী সেমিনারে পুরকৌশল বিভাগের অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় শোক দিবস উপলক্ষে চবি শিক্ষক সমিতির সেমিনার
পরবর্তী নিবন্ধসাইডার ইন্টারন্যাশনাল স্কুলের পদবি অর্পণ ও অভিষেক