চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জ্ঞান অন্বেষণ’ স্লোগানে প্রথমবারের মতো ‘গবেষণা মেলা ’ অনুষ্ঠিত হবে। চুয়েটের গবেষণা ও সমপ্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে কাল বুধবার দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে এই গবেষণা মেলার আয়োজন করা হয়েছে।মেলায় দেশের ৪০টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩৫০ জন শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীর মিলনমেলা বসবে। যেখানে চূড়ান্তভাবে বাছাইকৃত মোট ১২৪টি গবেষণা প্রবন্ধ (৯১টি পোস্টার ও ৩৩টি প্রজেক্ট) উপস্থাপিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। গেস্ট অব অনার থাকবেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন চুয়েটের পাঁচটি অনুষদের ডিনবৃন্দ। সভাপতিত্ব করবেন গবেষণা ও সমপ্রসারণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক। এ উপলক্ষে গতকাল সোমবার চুয়েটের প্রশাসনিক ভবনের একাডেমিক কাউন্সিল কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন গবেষণা মেলার আয়োজক কমিটির সদস্য সচিব ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন গবেষণা মেলা আয়োজক কমিটির সভাপতি এবং গবেষণা ও সমপ্রসারণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ড. রোকসানা খাতুন, অধ্যাপক ড. স্বপন কুমার রায়, অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ, অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, অধ্যাপক ড. সম্পদ ঘোষ, অধ্যাপক ড. মোহাম্মদ ইসলাম মিয়া, অধ্যাপক ড. সাজ্জাদ আহম্মদ, উপ–পরিচালক (তথ্য ও প্রকাশনা) মোহাম্মদ ফজলুর রহমান, সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মুহাম্মদ রাশেদুল ইসলাম, জিপিএইচ ইস্পাতের সহকারী ব্যবস্থাপক (মার্কেটিং অ্যান্ড সেলস) মো. সোহানুর রহমান প্রমুখ। মিডিয়া পার্টনার হিসেবে থাকবে দৈনিক আজাদী, চ্যানেল আই, চ্যানেল ২৪, এখন টিভি, উধরষু ঙনংবৎাবৎ, ও চুয়েট নিউজ ২৪। প্রেস বিজ্ঞপ্তি।