চুয়েটে অনলাইন গ্রেডশিট সেবা চালু

| বৃহস্পতিবার , ১৭ জুলাই, ২০২৫ at ১০:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গতকাল থেকে চালু হয়েছে অনলাইন গ্রেডশিট সেবা। গতকাল বুধবার এই সিস্টেম উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। তিনি এই সিস্টেম সুন্দরভাবে চালু রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। একইসঙ্গে তিনি এই সিস্টেম তৈরি ও চালুতে সহযোগিতাকারী সকলকে ধন্যবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির এবং পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম।প্রসঙ্গত, এর আগে স্নাতক পর্যায়ে বিভিন্ন লেভেলএ অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে টার্ম ফাইনাল পরীক্ষা শেষে পরীক্ষা শাখা হতে গ্রেডশীট এর হার্ডকপি প্রস্তুত করে প্রদান করা হতো।

শিক্ষার্থীদের মাঝে এই গ্রেডশীট উত্তোলনের ক্ষেত্রে অনীহা পরিলক্ষিত হয়। গ্রেডশিট হারিয়ে ফেলার ভয়ে শিক্ষার্থীরা সাধারনত গ্রাজুয়েশন শেষ করে সবগুলি গ্রেডশীট একসাথে সংগ্রহ করে থাকে। এক্ষেত্রে শিক্ষার্থীগণ তাদের একাডেমিক প্রোগ্রাম সংক্রান্ত বিষয়ে অনেক সময় অবহিত হতে পারে না। এ সকল সমস্যা দূরীকরনের লক্ষে আইআইসিটি, চুয়েট এর কারিগরী সহায়তায় এবং পরীক্ষা শাখার সার্বিক তত্বাবধানে শিক্ষার্থীদের অনলাইন গ্রেডশীট প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীগণ তাদের নিজস্ব পোর্টালএ প্রবেশ করে গ্রেডশীট ট্যাব ব্যবহার করে নির্দিষ্ট লেভেল ও টার্ম এর গ্রেডশীট দেখতে বা ডাউনলোড করতে পারবে।

এছাড়াও শিক্ষার্থীদের এডভাইজারগণ তাদের নিজস্ব পোর্টাল থেকে সংশ্লিষ্ট শিক্ষার্থীর গ্রেডশীট দেখতে বা ডাউনলোড করতে পারবেন। এতে করে শিক্ষার্থীদের একাডেমিক প্রোগ্রেস এর বিষয়টি পর্যবেক্ষণ করা সহজতর হবে। এর পাশাপাশি যদি কোন শিক্ষার্থীর যেকোন গ্রেডশিট এর অরজিনাল হার্ড কপি এর প্রয়োজন হয়, তাহলে পরীক্ষা শাখার নির্ধারিত ফরম এর মাধ্যমে আবেদন প্রদান করে সংগ্রহ করতে পারবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগংয়ের বোর্ড সভা