চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্থাপত্য বিভাগের ‘১৪ ব্যাচের সমাপনী উন্মুক্ত জুরি ৬ষ্ঠ বারের মত গত বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। দুইদিনব্যাপী অনুষ্ঠিত এই জুরিতে সূচনাপর্বে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। স্থাপত্য বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক কানু কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন মোহাম্মদ কামরুল হাছান। জুরি সেশনে বিচারক হিসেবে ছিলেন বাংলাদেশের স্বনামধন্য স্থপতি অধ্যাপক শামসুল ওয়ারেস, লিডিং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্থপতি ড. কাজী আজিজুল মাওলা, খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান স্থপতি ড. শেখ সিরাজুল হাকিম ও বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক স্থপতি ফারহানা শারমিন ইমু। স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক তাজিয়া রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভাগের শিক্ষকমন্ডলীসহ আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান পরিকল্পনাবিদ স্থপতি শাহিনুল ইসলাম খান, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট চট্টগ্রাম চ্যাপ্টারের সম্পাদক স্থপতি ফজলে ইমরান রানা, চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান সোহেল মোহাম্মদ শাকুর। এ সময় চুয়েট, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও লিডিং বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষক, স্থপতি ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এবারের জুরি সেশনে মোট ৩১জন শিক্ষার্থী সমসাময়িক বিষয় নিয়ে স্থাপত্যের বিভিন্ন প্রকল্প উপস্থাপন করে। প্রেস বিজ্ঞপ্তি।