চুনতীতে ১৯ দিনব্যাপী সীরাতুন্নবী (স.) মাহফিল আজ শুরু

| বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২০ at ১১:০৪ পূর্বাহ্ণ

স্বাস্থ্যবিধি মেনে লোহাগাড়ায় ১৯ দিনব্যাপী ৫০তম চুনতী সীরতুন্নবী (স.) মাহফিল আজ বাদ জোহর থেকে শুরু হবে। চুনতীর শাহ্‌ মনজিল সীরত ময়দানে অনুষ্ঠিতব্য মাহফিলে প্রধান অতিথি হিসেবে মাহফিলের উদ্বোধন করবেন প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি।
আগামী ১৬ নভেম্বর দিবাগত রাতে আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটবে। অনুষ্ঠিতব্য মাহফিলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে যোগদান করার আহ্বান জানিয়েছেন শাহ্‌ ছাহেব কেবলার দৌহিত্র শাহজাদা তৈয়বুল হক বেদার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাল বসানোকে কেন্দ্র করে গোলাগুলি, আহত ২ শ্রমিক
পরবর্তী নিবন্ধরাঙামাটির বিচ্ছিন্ন দ্বীপে বিদ্যুৎ সংযোগ