চুনতিতে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা

নির্বাচন পরবর্তী সহিংসতা

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ২৯ ডিসেম্বর, ২০২১ at ৫:৩৪ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চুনতি ইউনিয়নের পানত্রিশা হাজি পাড়া এলাকায় নির্বাচন পরবর্তী দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। গত সোমবার দিবাগত রাতে উভয় পক্ষ এ মামলা দায়ের করেন। একটি মামলায় বিজয়ী মেম্বার প্রার্থী জানে আলমের স্ত্রী রুজিনা আক্তার বাদী হয়ে ১৪ জনকে ও অপর মামলায় পরাজিত মেম্বার প্রার্থী জাহাঙ্গীর আলমের স্ত্রী তানজিনা সুলতানা জুলি
বাদী হয়ে ৩২ জনকে এজাহারভুক্ত আসামি করেন। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের গ্রেপ্তাররা হলেন বিজয়ী মেম্বার প্রার্থী জানে আলম (৪৮), পরাজিত মেম্বার প্রার্থী জাহাঙ্গীর আলম (৩৪), নাজিম উদ্দিন (৪০), মুজিবুর রহমান (৪৫), বশির উদ্দিন (৩০), মো. আরিফ (৩২), মো. দিদার (৩৫), জসিম উদ্দিন (৩৮) ও ইয়াছিন আরফাত (৩০)।
গত ২৭ ডিসেম্বর দুপুরে বিজয়ী মেম্বার প্রার্থীর বিজয় মিছিলকে কেন্দ্র করে চুনতি ইউনিয়নের পানত্রিশা হাজি পাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১৭ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে জড়িত উভয় পক্ষের ৯ জনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে পুলিশ।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকের হোসাইন মাহমুদ জানান, মঙ্গলবার (গতকাল) সকালে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যদেরও গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবরকলে নৌকার নির্বাচনী কার্যালয়ে আগুন, ধোপাছড়িতে ভাঙচুর
পরবর্তী নিবন্ধচন্দনাইশে ৫ চেয়ারম্যান প্রার্থীসহ ১১ জনকে জরিমানা