চন্দনাইশে ৫ চেয়ারম্যান প্রার্থীসহ ১১ জনকে জরিমানা

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ২৯ ডিসেম্বর, ২০২১ at ৫:৩৪ পূর্বাহ্ণ

চন্দনাইশে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীসহ ১১ জনকে ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার উপজেলার হাশিমপুর ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনের নেতৃত্বে হাশিমপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মো. খোরশেদ বিন ইসহাককে ৩ হাজার টাকা, চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলমগীরুল ইসলাম চৌধুরীকে ১ হাজার, ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী চৌধুরী আমির মোহাম্মদ সাইফুদ্দিনকে ২ হাজার, আনারস প্রতীকের প্রার্থী মোজাম্মেল হককে ৩ হাজার, অটোরিঙা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনকে ১ হাজার, একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী আবদু সবুরকে (টিউবওয়েল) ৫শ এবং ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মো. আবু বক্করকে (টিউবওয়েল) ১ হাজার টাকা জরিমানা করা হয়। একইদিন ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মুন্না কম্পিউটারকে ৫শ টাকা, মো. আমিরকে ৫শ, মো. আবদুল মোবিনকে ২ হাজার, মুবিনুর রহমানকে ৫শ টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি প্রার্থীদের ইউপি নির্বাচন আচরণ বিধিমালা অনুসরণ করে প্রচার-প্রচারণা কার্যক্রম চালানোর অনুরোধ জানান।

পূর্ববর্তী নিবন্ধচুনতিতে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা
পরবর্তী নিবন্ধপ্রার্থীর পক্ষে কাজ না করায় যুবককে ছুরিকাঘাত