চুনতিতে গর্জনসহ বিভিন্ন প্রজাতির গাছ কাটায় মামলা

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ৫ নভেম্বর, ২০২২ at ৬:৫৬ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চুনতিতে মাদার ট্রি গর্জন গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কাটার ঘটনায় মামলা রুজু করা হয়েছে। গত বুধবার চট্টগ্রাম বন আদালতে মামলাটি দায়ের করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন। তবে নিরাপত্তার স্বার্থে মামলার আসামিদের পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করেছেন তিনি। উল্লেখ্য, গত ৩০ অক্টোবর চুনতি ইউনিয়নের ২নং ওয়ার্ডের নতুন পাড়ার রাঙ্গা পাহাড় এলাকায় ফরিদুল আলমের মালিকানাধীন জায়গা থেকে বিভিন্ন প্রজাতির গাছ কাটা হয়। এ সময় গর্জন গাছ কাটার সময় গাছ চাপা পড়ে মোজাম্মেল হক (৫২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে কর্তনকৃত ৪টি গর্জন গাছ ও বিভিন্ন প্রজাতির ১০টি গাছের মোথা জব্দ করে।

পূর্ববর্তী নিবন্ধপুলিশ পরিচয়ে ড্রেজারের যন্ত্রপাতি চুরি, আটক ২
পরবর্তী নিবন্ধমা-প্রকৃতির সেবায় একজন বিজ্ঞানী