চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া-চকরিয়ার সীমান্তবর্তী আজিজনগরের কাছে চুনতি জাঙ্গালিয়া ঢালা এলাকায় আলুবাহী ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন মোটরসাইকেল (বাইক) আরোহী এক ব্যক্তি।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম নূর মোহাম্মদ (৩৬)। তিনি বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের বাগানপাড়া জামে মসজিদের সাবেক সহকারি ইমামের দায়িত্ব ছিলেন।
মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনাস্থলটি চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতি জাঙ্গালিয়া এলাকায় পড়েছে। তবে খবর পাওয়ার পর হাইওয়ে পুলিশ ক্রেনের সহায়তায় গাড়ি দুটো সরিয়ে নেওয়া হয়েছে।