চীনে জন্মহারে রেকর্ড ধস, কমছে জনসংখ্যা

| মঙ্গলবার , ২০ জানুয়ারি, ২০২৬ at ১২:০২ অপরাহ্ণ

চীনে জন্মহার বাড়াতে নানামুখী সরকারি উদ্যোগের পরও ২০২৫ সালে জন্মহার রেকর্ড নিম্ন পর্যায়ে পৌঁছেছে। টানা চতুর্থ বছরের মতো কমেছে দেশটির জনসংখ্যা। গতকাল সোমবার প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, গত বছর চীনে প্রতি ১,০০০ জনে জন্মহার ছিল ৫ দশমিক ৬৩ শতাংশ, যা ১৯৪৯ সালে কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসার পর সর্বনিম্ন। অন্যদিকে, মৃত্যুহার বেড়ে প্রতি ১,০০০ জনে দাঁড়িয়েছে ৮ দশমিক ০৪ শতাংশে, যা ১৯৬৮ সালের পর সর্বোচ্চ। ২০২৫ সালের শেষ নাগাদ চীনের জনসংখ্যা ৩৩ লাখ ৯০ হাজার কমে দাঁড়িয়েছে ১৪০ কোটিতে। বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি এবং ঝিমিয়ে পড়া অর্থনীতি সামাল দিতে বেইজিং তরুণদের বিয়ে ও সন্তান নিতে উৎসাহিত করার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ২০১৬ সালে দীর্ঘদিনের ‘এক সন্তান নীতি’ বাতিল করে দুই সন্তানের অনুমতি দেওয়া হয়। তাতেও কাজ না হওয়ায় ২০২১ সালে তিন সন্তানের অনুমতি দেয় সরকার। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১২.৩৩ কোটি টাকা
পরবর্তী নিবন্ধগ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের হুমকি পুরোপুরি ভুল কাজ : কিয়ের স্টারমার