ভারত এখন বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ। এর আগে চীনের জনসংখ্যা সবচেয়ে বেশি ছিল। গতকাল বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির তথ্য মতে, ভারতের বর্তমান জনসংখ্যা ১৪২ কোটি ৮৬ লাখ। চীনের ১৪২ কোটি ৫৭ লাখ। অর্থাৎ ভারতের বর্তমান জনসংখ্যা চীনের চেয়ে ২৯ লাখ বেশি।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ১৯৫০ সাল থেকে বিশ্বের কোনো দেশের জনসংখ্যা কত তা প্রকাশ করে আসছে জাতিসংঘ। জাতিসংঘের তালিকায় এতদিন পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ জনসংখ্যার দেশ ছিল চীন। এবার প্রথমবারের মতো ভারত সেই জায়গা দখল করল। গত বছর চীনের সরকারি প্রতিবেদনে ১৯৬০ সালের পর দেশটির জনসংখ্যা প্রথমবারের মতো কমেছে বলে উল্লেখ করা হয়। তখন দেশটির কমিউনিস্ট বিপ্লবের নেতা মাও সেতুংয়ের অর্থনীতিবিষয়ক নীতির কারণে সেখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। ফলে মারা গিয়েছিল লাখ লাখ মানুষ। ভারতে ২০১১ সালের পর থেকে আদমশুমারি হয়নি।
এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের একেকটির জনসংখ্যা ১৪০ কোটির বেশি। ৭০ বছর ধরে দেশ দুটির জনসংখ্যা বিশ্বের জনসংখ্যার এক তৃতীয়াংশেরও বেশি।