চিরশিশু

প্রবীর পাল | সোমবার , ১৬ অক্টোবর, ২০২৩ at ৪:৫১ পূর্বাহ্ণ

রাসেল সোনা চাঁদের কণা ছোট্ট মোতির হার

হাসি গানে মাতিয়ে ছিলো মুজিবের সংসার।

দুই বোনেরই নয়নমণি দুই ভাইয়েরই প্রাণ

রেনু মায়ের ছোট্ট রাসেল আনন্দেরই বান।

উনিশশত চৌষট্টির আঠারো অক্টোবর

জন্ম নিলো শেখ মুজিবের শেষ পুত্রবর।

দু’চোখ ভরা স্বপ্ন ছিল করবে বিশ্ব জয়

হার না মানা ছোট্ট রাসেল মন ছিল নির্ভয়।

পঁচাত্তরে হায়েনার দল কেড়ে নেয় তার প্রাণ

ভোরের হাওয়া স্তব্ধ হলো থামলো পাখির গান ।

ভুলিনি রাসেল ভুলবোনা জেনো তোমায় কোনওদিন

চির শিশু হয়ে বাঙালির মনে তুমি থাকো চিরদিন।

পূর্ববর্তী নিবন্ধআবুল হুসেন : মুক্তচিন্তার পথপ্রদর্শক
পরবর্তী নিবন্ধপরিবারের চেয়ে আপন কেউ না