চিম্বুক পাহাড়ে হোটেল নির্মাণ বন্ধের দাবি ওয়ার্কার্স পার্টির

| শনিবার , ১৪ নভেম্বর, ২০২০ at ৯:৪০ পূর্বাহ্ণ

বান্দরবান জেলার চিম্বুক পাহাড়ে ম্রো সমপ্রদায়ের জায়গা দখল করে ট্যুরিজমের জন্য পাঁচ তারকা হোটেল নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা কমিটি। গতকাল শুক্রবার এক বিবৃতিতে জেলা কমিটি বলে, ম্রোদের জায়গা দখল করে পাঁচ তারকা হোটেল নির্মাণ পার্বত্য শান্তিচুক্তির বিরোধী এবং পরিবেশ বিরোধী। এই সিন্ধান্তের ফলে পার্বত্য চট্টগ্রামে মানবিক এবং পরিবেশ বিপর্যয় দেখা দেবে।
বিবৃতিতে বলা হয়, বাণিজ্যিক ট্যুরিজম নয়, পৃথিবীতে এখন ইকোট্যুরিজম প্রাধান্য বিস্তার করছে। ফলে শুধু পার্বত্য চট্টগ্রাম নয়, বাংলাদেশের সকল জায়গায় বাণিজ্যিক ট্যুরিজমের পরিবর্তে পরিবেশসম্মত ট্যুরিজমনীতি গ্রহণ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহল্যান্ড থেকে
পরবর্তী নিবন্ধআরেফিন নগরে শিক্ষাসামগ্রী ও খাবার বিতরণ